Author: কে এম এ রাকিব

পাঠ প্রতিক্রিয়া

রিফাত হাসানের লেখা যে কারণে ইন্ট্রেস্টিং লাগে

June 4, 2021   0 comments   11:44 am
কে এম এ রাকিব

রিফাত হাসানের ‘টেক্সট, কন্সপিরেসি ও রূপকথা’ হাতে পাইলাম। প্রডাকশন খুব সুন্দর, হাতে নিতেও ভাল্লাগে। ভেতরের কন্টেন্ট অবশ্য এখনও পড়ে উঠতে পারি নাই। সূচীপত্র দেখার বাইরে পড়া বলতে এখন পর্যন্ত ২৭ পৃষ্ঠা পড়ে মোটামুটি এমন মনে হইলো: বইয়ের শুরুর লম্বা ইন্টারভিউটা আরেকটু সুসম্পাদিত হইতে পারতো। জানিনা, লেখকের পার্স্পেক্টিভ হয়তো ভিন্ন; হয়তো আলাপের আনসেন্সর্ড ১টা ভার্শন রাখার কথা ভাবছেন। কিন্তু ‘হুম, ‘হচ্ছে’, ‘হইলো’ ইয়া, কথা হচ্ছে’ ‘মানে’, ইত্যাদি ম্যানারিজম বা অনেক বাক্যের ক্ষেত্রে, বাহুল্য বা রিপিটিশন যা সরাসরি বা ভিডিওতে চোখে ততটা লাগে না কিন্তু ছাপার অক্ষরে পড়তে গেলে লাগে৷ তাছাড়া ম্যানারিজমের উপস্থিতি এক্সট্রা কোনো ভ্যালুও এ্যাড করে না। এইটা শুধু ১ম…

view the post