Author: মাহবুব মোর্শেদ

Interviews

রিফাত হাসানের সঙ্গে

January 17, 2023   0 comments   12:35 pm
রিফাত হাসানের সাক্ষাৎকার মাহবুব মোর্শেদ

এটাকে আমি, দর্শনও না বলে, কোন কিছু না বলে, বলি যে, আমাদের ভ্রমণটা। মানে, আমি আমাদের ভ্রমণটারে ইগনোর করে কোন কিছু করি নাই শেষ পর্যন্ত। এটাকে শুধু দর্শন বলা যাবে না। তবে এইটা দার্শনিক ভ্রমণও তো।

view the post

রিফাত হাসান সম্পর্কিত, সংস্কৃতি-উদ্যোগের আলাপ

রিফাত হাসানের জন্মদিনে যা যা মনে এলো

February 19, 2022   0 comments   9:32 am
মাহবুব মোর্শেদ

রিফাত হাসানের জন্মদিনের অনুষ্ঠানে আসতে আসতে মনে পড়তেছিলো, আমরা কীভাবে রিফাত হাসানকে চিনলাম। সেটা খুব ইন্টারেস্টিং। আপনাদের শুনলে হয়ত ভালো লাগবে, আবার খারাপও লাগতে পারে। সামহোয়ার ইন ব্লগে রিফাত হাসান যখন লেখা শুরু করলেন, তখন একজন আমাকে বললেন, ব্লগে কিন্তু ফরহাদ মজহার লেখেন। আমি বললাম, ফরহাদ মজহার নিজে লিখতেছেন? তিনি বললেন, হ্যাঁ, তবে বেনামে। উনি লিংক দিলেন আমাকে, ব্লগটা রিফাত হাসানের।

view the post