এই সময়ে নিখোঁজ হইতে ইচ্ছে করে।
দুদিন আগেও এমন সুসময় ছিল না। কেউ ফিরে চাইত না।
না তোমার ভ্রুকুটি, না গোয়েন্দা বাহিনী।
অথচ এখন পূর্বাভাসের আগেই সবাই সমস্বরে আমারে খুঁজতে থাকবে।
পুলিশ, সাংবাদিক ও গোয়েন্দা বাহিনী-
শান্তিরক্ষি ট্রুপ পড়বে আমারে খুঁজতে
যেন জঙ্গি হামলা আসন্ন। আর জিম্মি সংকট চলছে তোমাকে ঘিরে।
এদিকে আমি আত্মঘাতি। তুমি খোঁজার আগেই তোমার সামনে হাজির হবো।
যেন বহুদিন পরে আমাদের দেখা। ইরাকের বিলুপ্ত নগরে।
আমার না দৃশ্যমান হাত আর পা দেইখা তুমি চিনবে না। আমার চোখ
দৃশ্যের দঙ্গলের ভেতরে তুমি খুঁজে পাবে না। তুমি অন্ধ হতে হতে গোয়েন্দাকাহিনীর নায়িকা।
এদিকে, তোমার অন্দরমহলে তখনও পুলিশ। আমি সন্দেহভাজন।
কিন্তু তোমারে দেখবো আমি, তোমার অন্দর থেকে। প্রতিবিপ্লবীর মতো।
এইভাবে, এইরূপ উচ্ছাসের ভেতরেই,
বহুদিন পরে প্রথম তোমার ভ্রুকুটি দেখবো। তোমার হাসি। সন্দেহ, উৎকণ্ঠা।
জঙ্গী বইলা চিৎকার। ঘৃণা ও ভালবাসা।
হাহ, কী অদ্ভূত সময়ে আমাদের দেখা, বল তো!
আমাদের এই দেখাদেখি এইবার কোনভাবেই শেষ হবে না।
ইস্রাফিলের শিঙ্গারের মত
সকাল হবে সোয়াতের হুইসেল ধ্বনীতে। আমি না ঘুম থেকে জেগে উইঠা তোমারে দেখবো আবার।
ছাপানো ছবি থেকে পরের দিনের পত্রিকায়।
না জঙ্গি, না প্রেমিক।
হাহ, বড়ো নিখোঁজ হইতে ইচ্ছে করে, এই সময়ে। কী নিদারুণ সময় চলে যাচ্ছে!