Latest Book
টেক্সট, কন্সপিরেসি ও রূপকথা
গদ্য। প্রকাশক: দুয়েন্দে পাবলিকেশন্স। প্রকাশকাল: ২৫ মার্চ ২০২১
ফ্ল্যাপ থেকে
টেক্সট রূপকথা বিশেষ, নিজেরে হারাতে হারাতে যার গল্প এগোয়। ফলত নানান ইমেজ, রূপকথা ও ফ্যাসিবাদের গুল তৈরি হয়। আমরা এই গুল ব্যবস্থা ও ব্যবস্থাপনার অংশ, যেহেতু ফ্যাসিবাদের ভেতরে আছি। ফ্যাসিবাদের জমানায় আলাদা কইরা মিডিয়া বা নাগরিক বা বুদ্ধিজীবী বলে কিছু নেই। সবাই এই গুলব্যববস্থার সচেতন টুল। ফলত ফ্যাসিবাদের নিজস্ব বুদ্ধিজীবী ও পেশাজীবী ব্যবস্থাপনা তৈরি হয়ে আছে। যেখানে সবাই একটাই পক্ষ। এক রং। হুপি পাখির মত সবার একই চেহারা। একই ভাষা ও পদ্ধতিতে কথা বলে ও হুমকি দেয়।
এই একমত চেহারাগুলোর ভেতরে আপনার চেহারাটি খুঁজে নেওয়া সহজ না। আপনি টুল নাকি মানুষ, এইটা ভাইবা ওঠা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়ায়।
ফ্যাসিবাদের রাষ্ট্রতত্ত্ব আমাদেরে এরকমই একটি রূপকথা ও গুলতত্ত্বে নিয়ে যেতে চায়।
আমরা সেই কন্সপিরেসি ও রূপকথা থেকে বেরুতে চাই।
Latest Book Discussion
রিফাত হাসানকে যতটুকু বুঝি
শেখ এখতিয়ার বাকী
রাত্য রাইসু, মাহবুব মোরশেদ, ইমরুল হাসান, পিনাকী ভট্টাচার্য কিংবা জিয়া হাসানের ভাষা এবং সমালোচনার ধরণের থিকা রিফাত হাসান বেটার মনে হইছে আমার।
